অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ
বাঁশখালী টাইমস: বাঁশখালীতে সাম্প্রতিক ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ বিভিন্ন পরিবারের মাঝে আজ বিকাল ৩ টায় পৌরসভায় ঢেউটিন বিতরণ করা হয়েছে।
অগ্নিদুর্গত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণকালে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক, শিক্ষাবিদ আবদুর রহিম ছানুবী, শ্রমিক কল্যাণ নেতা মোখতার হোছাইন সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা হামেদ, বাঁশখালী মা-শিশু ও জেনারেল হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনুচ, নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল হাসান সাকিব, মোহাম্মদ সেলিম, এডভোকেট আনিসুল ইসলাম প্রমুখ।