অধ্যক্ষ আলহাজ তোয়াহা মুহাম্মদ মুদাচ্ছিরের এম ফিল ডিগ্রি অর্জন
চট্টগ্রাম মহানগরীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্টান কামালে ইশকে মুস্থফা (দঃ) ফাজিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব তোয়াহা মুহাম্মদ মুদ্দাচ্ছির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ৫১১তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স অব ফিলোসপি (এম.ফিল) ডিগ্রী লাভ করেছেন। তার গভেষনার বিষয় ছিল “উদখুলু ফিস্ সিলমে ক্বাফ্ফাহ” এর আলোকে ইসলাম ধর্মে পূর্ণভাবে অন্তর্ভূক্ত হওয়া : পর্যালোচনা”। তার থিসিস সুপার ভাইজার ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ইসলামিক ষ্টাডিস বিভাগের প্রফেসর বর্তমান ইসমামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ। যুগ্ম-গবেষণা নির্দেশক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড.মুহাম্মদ নুরুল ইসলাম। অধ্যক্ষ মুদ্দাচ্ছির চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার কালীপুর গ্রামের আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আনোয়ার হোসাইন (প্রতিষ্ঠাতা কামালে ইশকে মুস্থফা (দঃ) কমপ্লেক্স ট্রাষ্ট, বাকলিয়া, চট্টগ্রাম) এর পুত্র। তিনি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে ১৯৯১ ও ১৯৯৩ সালে দাখিল ও আলিম পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে ১৯৯৭ ও ১৯৯৮ সালে ‘রাজনীতি বিজ্ঞান’ বিষয়ে বি,এস,এস (অনার্স) ও এম,এস,এ পরীক্ষায় ২য় বিভাগে এবং ২০০৬ সালে চট্টগ্রাম কলেজ ‘ইসলামিক স্টাডিজ’ বিভাগ থেকে মাষ্টার্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।
ইনফোবাংলা