আবু তাহের মিয়াজীর ছড়া – হাজার তারা
হা জা র তা রা
 – আবু তাহের মিয়াজী
 =============
 হাট বসেবে দেশ-বিদেশে
 হাজার তারা নিয়ে
 তারার গল্প পড়বে সবাই
 মনের পরশ দিয়ে।
প্রবাসের কথা তুলে ধরেছে
 বায়ান্ন লেখক দল
 লেখা গুলো সম্পাদনায়
 আঁখি টলমল।
কেউবা হাসবে ভ্রমণ পড়ে
 কেউবা কাঁদবে গল্পে
 কেউবা আবার শিক্ষা নিবে
 জীবন চালাবে অল্পে।
জল্পনা কল্পনা মান অভিমান
 পথ গুলো সব মাড়িয়ে
 প্রেম-প্রণয়, বিরহ-ব্যথা
 সকল বাঁধা পেরিয়ে।
সেরা বাজেটের সেরা বই
 আসবে হেসে বাজারে
 টক মিষ্টি ঝাল নিয়ে
 দেখবে একবার পড়িয়ে।
নামটি তাহার “প্রবাসের গল্প”
 ক্রমিক নং তিন
 হাঁসির ঝিলিক দেখতে পাবেন
 বইমেলাতে শুভদিন।
আরও পড়ুন

