সু চি’র রুচি
 আরমানউজ্জামান
দাদা বাবুর মনে দারুণ রুচি
 অভিবাদন করছে তাকে সু চি।
সু চি বলে, দেখো দাদা
 করছি কেমন খুন,
 রোহিঙ্গাদের চামড়া তুলে
 লাগিয়ে দিলাম নুন।
 ঘর বাড়িতে আগুন দিয়ে
 নাফ করেছি পার,
 অনাহারে গুনতে পারো
 ওদের বুকের হাড়।
 রোহিঙ্গাদের কুপিয়ে আমি
 করছি কুচি কুচি,
 কাছে এসো দেখবে দাদা
 কেমন পারে সু চি!
দাদা বলে বেশ করেছ,
 লাগছে ভীষণ ভালো
 আমার মনের মাঝে তুমি
 থাকবে হয়ে আলো।
 হৃদয় দিয়ে বাসবো ভালো
 এলাম তোমার কাছে।
 আদর করে দাদা বলে
 একটু বসো পাশে।
দাদার কথায় হাসি মু্খে
 বলছে তাকে সু চি
 এসো দাদা সোহাগ দেবো
 মিলছে যখন রুচি।

