ফেব্রুয়ারির একুশ
 আলমগীর মুহাম্মদ সিরাজ
ফেব্রুয়ারির একুশ তারিখ কী হয়েছে জানো?
 শহরজুড়ে কারফ্যু দিলো পাক হানাদার দানো।
 বীর বাঙালি ঐক্য গড়ে জাগলো জগতময়
 মিছিল হলো মিটিং হলো ভাঙলো বাধা-ভয়
 ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ এক দাবি এক রবে
 দামাল ছেলের দরাজ গলায় বিদ্রোহী স্লোগানও।
মিলিটারি মারলো গুলি জিঘাংসাতে মেতে
 অকুতোভয় তাজা তরুণ বুকটা দিলো পেতে।
 সবুজ ছেলে বরকতের আর ঘরে ফেরা নাই
 রফিক সালাম শফিক জব্বার আরো কতো ভাই
 ভাষার তরে প্রাণটা দিলো, তাজা খুনের বানও
 সেদিন থেকে বাংলা পেলো রাষ্ট্রভাষার মানও।

