আল্লামা মুফতি আবদুল হালিম বোখারী (রহ.) স্মরণে দোয়া মাহফিল কাল

blank

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন ও দেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আল জামিয়া আল ইসলামীয়া মাদ্রাসার মহাপরিচালক ও বাংলাদেশ কওমি মাদ্রাসা সংস্থা (আনজুমানে ইত্তেহাদুল মাদরিস) এর মহাসচিব আল্লামা শাহ আব্দুল হালিম বোখারী (রহ.) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আগামীকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) বাঁশখালী গ্রীণপার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।

বাঁশখালী ওলামা পরিষদের উদ্যােগে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আল জামিয়া আল ইসলামীয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আল জামিয়াতুল ইসলামীয়া জিরি মাদ্রাসার মুহাদ্দিস ও মাসিক আত তাওহীদ এর সম্পাদক ড. আফম খালিদ হোসাইন, জিরি মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ খোবাইব, জামেয়া বায়তুল করীম হালিশহর মাদ্রাসার পরিচালক ও শায়খুল হাদীস মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনসারী।

এতে আল্লামা মুফতি আবদুল হালিম বোখারীর (রহ.) সুযোগ্য সাহেবজাদা মাওলানা রেজাউল করিম বোখারী সহ দেশ বিদেশের বহু ওলামায়ে কেরাম গণ উপস্থিত থাকবেন বলে জানা যায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *