
মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: তৃতীয় ধাপে উপজেলা চেয়ারম্যান পদে বাঁশখালী উপজেলায় প্রার্থীর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আজ শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দলীয় মনোয়ন চূড়ান্ত হলে পরর্বতীতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তাদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এতে চট্টগ্রামের সর্বদক্ষিণে অবস্থিত উপজেলা বাঁশখালী থেকে উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীতবনৌকার প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি,
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মরহুম এডভোকেট সুলতানুল কবির চৌধুরীর সুযোগ্য পুত্র তরুণ রাজনীতিবিদ চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মুহাম্মদ গালিব।
এ প্রসঙ্গে তিনি বাঁশখালী টাইমসকে বলেন- ‘গত দশ বছরে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র দেখে বাঁশখালীসহ সারাদেশের মানুষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। আগামী উপজেলা পরিষদ নির্বাচনও সর্বস্তরের জনগণ আবারও নৌকের প্রার্থীকে নির্বাচিত করবে ইনশআল্লাহ। আমি সকলের কাছে দোয়া চাই।যেন আমার মরহুম আব্বার মত বাঁশখালীবাসীর সেবা করতে পারি। আমাকে দলীয় ভাবে চূড়ান্ত নৌকা প্রতীক উপহার দেওয়ার জন্য আওয়ালীগের অন্যতম সংগঠক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞ।’