নিউজ ডেস্ক: বিদেশে অবস্থানরত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার রাতে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেন।
মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার কানাডা যাওয়ার পথে সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্রটি জমা দেন প্রধান বিচারপতি।