হাসমত রুবেল। কৌতুক অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করলেও কণ্ঠে যে তার আলাদা টান রয়েছে তা আগেই দেখিয়ে দিয়েছে। গানের পাশাপাশি মডেল হাসমত রুবেলকে আবারো নতুনভাবে পাচ্ছে দর্শকরা। হাসমত রুবেলের মিউজিক ভিডিও গান ‘তুমি কি বুঝো না’ নিয়েই কথা হচ্ছিল! গানটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ইতোমধ্যে প্রায় ৪৫০০০ জন দর্শক দেখে ফেলেছে। ইউটিউব চ্যানেল ‘STUDIO PROTUNEBD’ এ গানটি প্রকাশিত হয়েছে।
বছরের শুরুতেই হাসমত রুবেলের একটি মিউজিক ভিডিও ৬ জানুয়ারি শনিবার প্রকাশিত হয়েছে। ‘তুমি কি বুঝো না’ শিরোনামের গানটি পরিচালনা করেছেন মোঃ নাছির উদ্দীন। কথা, সুর ও সংগীত আয়োজন করেছেন কাউসার আহমেদ তাসলিম।
‘তুমি কি বুঝো না/ আমার এই মন/ শুধু তোমাকেই খোঁজে/ কেউ না জানুক পৃথিবী জানে/ ভালোবাসা কাকে বলে’- এমন কথামালা দিয়েই তৈরী হয়েছে এ গানের মিউজিক ভিডিও। এ গানের মডেল হয়েছেন হাসমত রুবেল নিজে এবং মডেল তরুণী প্রিয়তা দেবী। গানটির শুটিং হয়েছে দুবাই এবং বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিনন্দন লোকেশনে।
এ মিউজিক ভিডিও প্রসঙ্গে কণ্ঠশিল্পী হাসমত বলেন, কিছু কিছু গানের কথা, সুর আর কম্পোজিশন এমন থাকে যে, গানটার ভেতরেই লাভ এট ফার্স্ট লিসেনিং বিষয়টা থাকে। ‘তুমি কি বুঝো না গানটি সেরকম একটি গান।
চট্টগ্রামের আনোয়ারার সন্তান হিসেবে হাসমত বরাবরই গর্বের সুরে বলেন, আমি চাই আমার ভাল কর্মকাণ্ড দিয়ে আনোয়ারার সন্তান হিসাবে যেখানে যাই মাথা উচু করে দাঁড়াই।
এই গানটি পাশাপাশি কলার টিউন হিসাবে পাওয়া যাবে জিপি, রবি, বাংলালিংক, এয়ারটেল এবং টেলিটকে। কলার টিউনঃ GP: Type WT-space-7437690 and send to 4000 Robi: Type GET-space-7437690 and send to 8466 Airtel: Type CT-space-7437690 and send to 3123 Teletalk: Type TT-space-7437690 and send to 5000 Banglalink: Type down7437690 and send to 2222
গানটি নিচের লিংকে দেখুনঃ