জাত বেপারি, জাত বেপারি
কমরুদ্দিন আহমদ
যে অপরকে জিন্দাপুঁতে
 বৃন্দাবনে মত্ত থাকে
 একটি লেখা ছাপার ছুঁতে
 দিনের পর দিন গাঁথতে থাকে
 শিল্পকলায় বাণিজ্য তার
 চলতে থাকে
 চলতে থাকে।
সিন্ডিকেটি শিল্পকলায়
 অখাদ্যদের সঙ্গে নিয়ে
 বানায় বাড়ি, হাঁকায় গাড়ি
 স্বীকৃতি নেয় আঁড়া-আঁড়ি
 সে তো আসল মুখোশধারী
 জাত বেপারি, জাত বেপারি।
শিশুর কথা, কিশোর কথা
 সাহিত্যে তার কী অধিকার?
 শিল্প হলো সু-বুঝ কথা
 সেখানে ভাই ফন্দি ফিকির
 ধান্দাবাজে কী দাম হাঁকার ?
মুখোশধারী ভণ্ডলোকে
 অন্যের মুখে মুখোশ পরায়
 মুখোশ নিয়ে টানা-হেঁছড়া
 মুখোশ পরে ভূতকে তাড়ায় !
পাদটীকা ঃ
 শব্দকলায় লুকিয়ে রাখি
 গোখরো সাপের বিষ
 ভণ্ডলোকের সঙ্গে আমার
 দ্বন্দ্ব অহর্নিশ ।
আরও পড়ুন :
