তাফহীমুল ইসলাম(বাঁশখালী টাইমস)- কাথরিয়া শাহ আবদুল জব্বার রহঃ স্মৃতি সংঘের উদ্দ্যোগে মিলাদুন্নবী ও সীরাতুন্নবী সাঃ মাহফিল গতকাল সম্পন্ন হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন- চট্টগ্রাম ধনিয়ালা পাড়া বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বাঁশখালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক, প্রধান মেহমান হিসেবে কাথরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ জাহান চৌধুরী উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে- সাতকানিয়া এম ইউ আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুনিরুল আলম, বিশেষ বক্তা হিসেবে- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলহাজ্ব মাওলানা নিজাম উদ্দীন, জলদী হোসাইনিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম, সুপার মাওলানা হেফাজ উদ্দীন উপস্থিত ছিলেন।