কামাল উদ্দীন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী উপজেলার বাহারচড়া কামাল উদ্দীন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান দুপুরে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গণে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান চট্টগ্রাম আইনজিবী সমিতির সাবেক সভাপতি ও অত্র বিদ্যালয়ের প্রতিষ্টাতা এডভোকেট কপিল উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চান্দনাইশ বরমা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল মনছুর মোহাম্মদ হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারচড়া ইউপির চেয়ারম্যান তাজুল ইসলাম,কালীপুর ইউপির চেয়ারম্যান এডভোকেট আ.ন.শাহাদত আলম। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতি লাল, ইউপি সদস্য নাছির উদ্দীন,
বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইসমাইল সহ বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্যােশে বক্ত্যরা বলেন বিদ্যালয়ে তোমাদের স্মৃতি মধূর অনেক গুলো দিন কেটেছে। তোমাদের প্রাণোচ্চদ পদভারে এই স্কুলে আঙ্গিনা ছিল মুখরিত।
সু-শিক্ষায় জাতির মেরুদণ্ড। এই স্কুল থেকে পড়াশোনা করে একদিন শিক্ষার্থীরা দেশের জন্য সমাজের জন্য অসহায় মানুষের জন্য কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *