কোকদণ্ডিতে মন্দির উদ্বোধনে আসছেন প্রধান বিচারপতি

বাঁশখালী টাইমস:
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র ভূমি বাঁশখালীর গুনাগরি জঙ্গল কোকদণ্ডি ঋষিধাম। হাজার হাজার ভক্তকূলের সমাগম থাকে ঐতিহ্যবাহী এই ঋষিধামে। দীর্ঘ সময়ের ব্যবধানে আগামী ১৯ মে শুক্রবার শিব কল্প তরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ১১৫ তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে, নব নির্মিত শ্রীগুরু মন্দির শুভ উদ্ধোধন করবেন বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
এদিকে এই মহান অতিথীর আগমনে ঋষিধামে সাজ সাজ রব পরিলক্ষিত হচ্ছে। ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। মহান অতিথির আগমন যথাযতভাবে সুসম্পন্ন করতে গতকাল এক মতবিনিময় সভা পরম পুজ্যপাদ শ্রীমৎ স্বামী সুদর্শানানন্দ পুরী মহারাজের পৌরহিত্য অনুষ্টিত হয়। উপস্তিত সকলে সভায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এতে উপস্থিত ছিলেন, লায়ন প্রফুল্ল রন্জন সিংহ, রাউজান পৌর মেয়র দেবাশীষ পালিত, বিমল দেব, শ্যামল দাশ, ডা. আশীষ কুমার শীল, তড়িৎ গুহ, ঝুন্টু দাশ, পুজা পরিষদের সভাপতি প্রদীপ গুহ, বাসুদেব রুদ্র, নান্টু কুমার দাশ, নগর বাশী শীল, মানিক শীল, নারায়ন মল্লিক সহ প্রমুখ।
সভায় বক্তারা মাননীয় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার আগমন ও স্বামীজির জন্মউৎসব সফল করতে সকলের উপস্থিতি কামনা করেন।
-প্রেসরিলিজ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *