কোথায় স্বাধীনতা
 নাছির উদ্দীন মাসুদ
জাগ্রত বিবেক আজ দেখি বিব্রত
 স্বাধীনতা কেন হবে কৃতদাসতুল্য?
 অধিষ্ঠিত অর্থটা এমনি প্রকাশ
 স্বাধীন দেশে স্বাধীনতার এটুকু মূল্য।
মৃত্তিকার দামাল ছেলেরা মহিমান্বিত
 হয়নি পিছু বায়ান্ন ঊনসত্তর
 মরনোত্তর পুড়েছে মৃত্তিকা আঁচল
 বৃথা আজ গৌরবের একাত্তর।
গণতন্ত্র বাক্সে নিহিত আছে
 চাইলেই খোঁজে নিতে পারো
 স্বাধীন দেশ, কোথায় স্বাধীনতা ?
 হবে এমন অহনির্শ হাজারো।
ডিসেম্বরে গর্জিয়ে উঁচু কন্ঠে বলা
 তুমি, আমি তারা মিলে গড়ি দেশ
 স্বাধীন সার্বভৌম রক্ষা করি
 নিজেকে করে সন্নিবেশ।
এই দেশ, মা-মাটির প্রতিকূলে
 অর্জিত লাল সবুজের পতাকা
 সুখ- দুঃখে এখানেই নুয়ে পড়ি
 গহীনে সহস্র স্বপ্ন আঁকা ।
