তাফহীমুল ইসলাম(বাঁশখালী টাইমস)- মাস্টার নজির আহমদ ট্রাস্ট কর্তৃক পরিচালিত আম্বিয়া খাতুন ক্যাডেট দাখিল মাদরাসার উদ্যোগে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও ৫ম বার্ষিক মাহফিল মাস্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ ময়দানে গতকাল সম্পন্ন হয়েছে। বার্ষিক মাহফিলে সভাপতিত্ব করেন- বাঁশখালী দারুল উলুম আইনুল ইসলাম মাদরাসার পরিচালক মাওলানা আবদুল জলিল। এতে তকরীর পেশ করেন- আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা জুনাইদ আল হাবীব, দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদরাসার মুহাদ্দিস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী, মাওলানা আশরাফ আলী গাজী।
বাদে এশা শুরু হয় আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন। এতে সুমধুর কন্ঠে ক্বেরাত পরিবেশন করেন- মিশর থেকে আগত ক্বারী শাইখ রাফাত হুসাইন, শাইখ সালমান হালফাভী, তাঞ্জানিয়া থেকে আগত শাইখ রেজা আইয়ুব, ইন্দোনেশিয়া থেকে আগত শাইখ মুমিন আইনুল মোবারকসহ বিভিন্ন দেশ থেকে আগত প্রসিদ্ধ সাতজন ক্বারী। যাদের ক্বেরাত পরিবেশনকালীন শ্রোতাদের কন্ঠের ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে নাপোড়ার কলেজ ময়দান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আল্লামা আহমদ শফিপুত্র মাওলানা আনাস মাদানী, ইসলামী ঐক্যজোট নেতা আহসান উল্লাহ মাস্টার, পুকুরিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ নুর আহমদ, বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়ার সাবেক পরিচালক ও বাঁশখালী ওলামা পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, বাহারছড়া মাদরাসার মুহতামিম মাওলানা নুর মোহাম্মদ লোকমান, সংগীত সম্রাট মাওলানা আসহাব উদ্দীন আল আজাদ, ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা এশফাকুর রহমান, জুমহুরিয়া মাদরাসার পরিচালক মাওলানা শফিকুল ইসলাম, আল ফারুক মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা হারুন,সহকারী পরিচালক মাওলানা নসীম, সেগুন বাগান মাদরাসার শিক্ষক মাওলানা নেছার আহমদ, হেফাজত নেতা মাওলানা ইউনুস, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মুহাম্মদ ওসমান, মাওলানা ছালেকুজ্জামানসহ বাঁশখালীর বিভিন্ন মাদরাসার শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য সকাল অনু্ষ্ঠিত হয় বাঁশখালীর বিভিন্ন মাদরাসার ক্ষুদে ক্বারীদের নিয়ে ক্বেরাত প্রতিযোগিতা। বাদে আসর অনুষ্ঠিত হয় ক্ষুদে ক্বারীদের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট শিল্পপতি ও দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান সিআইপি উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।