বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল জয়নগরপাড়ায় গতকাল ২৬ জানুয়ারী শুক্রবার “আলহাজ্ব কাজী জহিরুল ইসলাম (রহ.) স্মৃতি সংসদ” এর উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন, বাঁশখালীর মনকিচর এমদাদুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শাহ আবু বকর সাহেব। প্রধান অতিথি ছিলেন, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী। মরহুম জহিরুল ইসলাম সাহেবের সাহেবজাদা আলহাজ্ব কাজী ইউনুস সাহেবের সভাপতিত্বে এবং মাহফিল বাস্তবায়ন কমিটির সেক্রেটারী মাওলানা কাইছার হামিদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন, জিরি মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হোসাইন আল মাহমুদ, রাঙ্গুনিয়া ফুলবাগিচা মাদরাসার শিক্ষক মাওলানা জমির উদ্দীন, পশ্চিম চাম্বলের মাওলানা মিজানুর রহমান, শিল্পী জিয়াউদ্দীন আল আজাদ, মাওলানা মকসুদ আহমদ, মাওলানা আমিন উল্লাহ, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ মুঈনুদ্দীন, কছির উদ্দীন প্রমুখ।
মাহফিলে অসামাজিক কার্যকালাপ, মাদক ও যৌতুকসহ ইসলাম বিরোধী কর্মকান্ড থেকে বাচতে সকলের প্রতি আহবান জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি