চেচুরিয়ায় উপজেলা চেয়ারম্যানের পক্ষে ইফতার সামগ্রী বিতরণ

blank

মুহাম্মদ আরিফ: বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিপর্যস্ত নিম্ন আয়ের হতদরিদ্র মানুষ গুলো। বন্ধ আছে কলখারখানা, শ্রমিকরা বেকার, অনাহারে অর্ধাহারে বিপর্যস্ত জনজীবন।

লকডাউনে বেকায়দায় নিম্ন আয়ের কর্মজীবীরা, সামনে রমজানের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম চড়া থাকায় চিন্তিত নিম্ন আয়ের মানুষ। এই দুর্যোগময় সময়ে বিভিন্ন উৎস থেকে দেয়া হচ্ছে ত্রাণ এবং রমজানের ইফতার সামগ্রী। সরকার, বিত্তবানরাসহ বিভিন্ন সমাজিক সংগঠনের পক্ষ থেকেও দেয়া হচ্ছে ত্রাণ এবং ইফতার সামগ্রী।
আজ বিকালে বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলীর পক্ষে বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া ৬ নং ওয়ার্ডে প্রায় দুই শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসব সামগ্রী বিতরণ করেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বাঁশখালী উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোহাম্মদ মনজুরুল আলম।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *