জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাষ্ট্র

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাষ্ট্র

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প এক ঘোষণা এ কথা জানান। বিবিসির সংবাদ। এ সিদ্ধান্তকে দীর্ঘ দিন ধরে আটকে থাকা মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার অগ্রগতি হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। তিনি বলেন, ইসরাইল ও ফিলিস্তিন যদি চাই যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

এ সিদ্ধান্ত ঘোষণার আগেই ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক মুখপাত্র বলেন, এর ফলে এ অঞ্চলে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হবে।

হোয়াইট হাউসে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ স্বার্থের কথা বিবেচনা করে নেয়া হয়েছে এবং ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্ব দেয়া হয়েছে।

ট্রাম্প আরও জানান, তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন ইসরাইলি মার্কিন দূতাবাসকে জেরুজালেমে স্থানান্তরের প্রস্তুতি নেয়ার জন্য।

blank

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্যে ছয়দিনের যুদ্ধ শেষে ইসরাইল পশ্চিম জেরুজালেমকে অধিগ্রহণ করে নেয়। যদিও আন্তর্জাতিক মহল একে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেয় না। উল্লেখ্য, এ শহরটি পৃথিবীর প্রধান তিন ধর্ম ইসলাম, খ্রীষ্টীয় ও ইহুদী ধর্মের অন্যতম প্রধান পুণ্যস্থান। ধর্মগুলোর সাথে এ শহরটি কয়েক হাজার বছরের ঐতিহ্য সম্পৃক্ত।

জেরুজালেমকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি না দিতে মার্কিন মুসলিম মিত্র দেশগুলোর বিরোধিতা থাকলে এ সিদ্ধান্তে অটল থাকেন ট্রাম্প।

আরো পড়ুন :

ট্রাম্পের সিদ্ধান্তে আরব বিশ্বের প্রতিক্রিয়া

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *