জয়নাল আবেদীনের কবিতা || রক্তজবার রক্তক্ষরণ

 

রক্তজবার রক্তক্ষরণ
জয়নাল আবেদীন
**********************
আমার উর্বর সবুজ চত্তরে
তুমি এক রক্ত জবা,
আমি বিনে বুঝিবে কি কেউ
সেই সুভাসিত শোভা?

হ্রদয়ের অলি গলি সবখানে
তোমারই শিকড় বোনা
তুমি বিনে এই ছায়াতলে
নেই কারো আনাগোনা।

আমারি সঞ্চিত জীবন জলে
তুমি, ছারা থেকে বৃক্ষ,
আমারি প্রেমের জলসা ঘরে
তুমি আজ পরিপক্ষ।

তোমার যৌবনের বসন্ত ডালে
মধুমক্ষিকার মিতালী,
তপ্ত দুপুরে আলোর বন্যায় ও
আঁখির নীড়ে গোধুলী।

আজি তোমার ফুলেল মহুয়া বনে
প্রজাপতিরা খেলিছে যেন আনমনে।

তোমার প্রেমাসক্ত আমারই ভালবাসার মন
আজ পোড়তে পোড়তে ছেঁড়া গেরুয়া বসন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *