বাঁশখালী টাইমস: ঢাকা যাত্রাবাড়ি ক্রিকেট একাডেমী বনাম বাঁশখালী ক্রিকেট একাডেমীর মধ্যকার ৮ ম্যাচ সিরিজের ৩য় ও ৪র্থ ম্যাচেও বাঁশখালী জয় পেয়েছে।
উক্ত ম্যাচে ঢাকা যাত্রাবাড়ি ক্রিকেট একাডেমী কে ২ উইকেটে হারায় বাঁশখালী ক্রিকেট একাডেমী।
টসে হেরে ব্যাট করে যাত্রাবাড়ি ক্রিকেট একাডেমী ৩৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করেন।
দলের হয়ে কায়েস ৩৯, মিদুল ৫৮, আরমান ১০, সাজু ১২ রান করেন। এবং বাঁশখালীর হয়ে এস এম রাসেল, রুবেল ৩, সোহান সুদীপ্ত, সানি ১ টি করে উইকেট লাভ করেন।
জবাবে, বাঁশখালী ক্রিকেট একাডেমী ২৭.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দের পৌছে।
দলের হয়ে ইফতি ৪৭, সানি ১৪, শাকিল ১০, কিরন ১৭, সোহেল দাশ ৩৬* রান করেন। এবং যাত্রাবাড়ির হয়ে মোরশেদ ৪, আরমান ২ টি করে উইকেট লাভ করেন।
উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বাঁশখালী ক্রিকেট একাডেমীর সোহেল দাশ।
তার হাতে পুরস্কার তুলে দেন বাঁশখালী ক্রিকেট একাডেমীর পরিচালক ও প্রধান কোচ মোঃ এরশাদ এবং ঢাকা যাত্রাবাড়ির ক্রিকেট একাডেমীর কোচ সুমন।