তান্নি চৌধুরীর কবিতা || বিশ্বাসের ফিরিস্তি

mrittu-chinta-chintasutra

বিশ্বাসের ফিরিস্তি

তান্নি চৌধুরী

  • আমি বিশ্বাস করতে চাইনি যে, আপনি খারাপ মানুষ।
    তখন আপনি ঠোঁটের ঝাপসা কালো দাগগুলো তুলে ধরলেন আমার চোখের সামনে।
    প্রতিনিয়ত অসংখ্য সিগারেটে সুখটান দেওয়ার প্রমাণসমূহ দেখালেন।
    আমি বললাম, এসব উঠতি বয়সের ভুল,
    শাসনবঞ্চিত বদভ্যাস।
    এবার আপনি পুরনো প্রেমিকা ঘিরে আপনার চারিত্রিক অবক্ষয়ের কথা বললেন।
    আমি বললাম, লাগামছাড়া আবেগের প্রশ্রয়।
    কাঁচা বয়সের উচ্ছৃঙ্খলতা মাত্র।
    অতঃপর আপনি ওয়াইন এবং মারিজুয়ানার স্বাদ-গন্ধের ধরন বর্ণনা করলেন।
    অসুস্থ সমাজের প্রতি দায়বদ্ধতা চাপিয়ে আমি
    বললাম, শেষ হতে সূচনার গল্প।
    ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ের নাম জীবন।
    অবশেষে আপনি গণিকালয়ে কাটানো সময়ের অভিজ্ঞতা উপস্থাপন করলেন নির্দ্বিধায়।
    নিষিদ্ধ আঁধারে ঘৃণ্য উপভোগের করুণ চিত্র ভেবে কেঁপে কেঁপে উঠেছে অন্তরাত্মা।
    আমি ব্যথিত হয়ে বললাম, এ আমাদের গাফিলতি।
    সামাজিক মূল্যবোধ ও প্রচেষ্টার অবনতি।
    সকল খারাপ তুলে ধরতে ধরতে ধরতে ক্লান্ত আপনি।
    শুধু আমিই ক্লান্ত হইনি বিশ্বাস করতে যে, আপনি খারাপ মানুষ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *