শীতের সকাল
মোঃ তৌহিদুল ইসলাম তাহিম
সাত সকালের পাখি অামি
সবার অাগে উঠি,
মধ্যরাতের স্বপ্ন খুঁজে
দিনের বেলায় ছুটি।
সকাল হতেই মায়ের ডাকে
চায়ের কাপে চুমুক,
শীতের দিনে রোদ পোহাতে
অানন্দে ভরে বুক।
স্কুলের সেই ঘন্টিটা
অতি চেনা লাগে,
মায়ের আদর গুজে নিয়ে
স্কুলে যাই আগে।
স্যারদের দেয়া অাদর্শ পাঠ
শুনি ভালো মনে,
ইচ্ছা জাগে সেবক হবো
দারিদ্র মুছনে।