চেতনায় একুশ
 নাঈম উদ্দিন চৌধুরী
একুশ মানে রক্তমাখা ভাই হারানোর আহ্লাদ
 একুশ মানে মাতৃভাষার জন্য জীবন দিয়ে প্রতিবাদ।
 একুশ মানে মাতৃভাষার সংবর্ধনা
 একুশ মানে ভাই হারানোর বেদনা!
 একুশ মানে চেতনায় বিশ্বাসী
 একুশ মানে মুক্তিকামী বীর বাঙ্গালী।
 একুশ মানে বাঙ্গালীর অহংকার
 একুশ মানে মম শিরে দাঁড়ানো শহিদ মিনার।
 একুশ মানে বাংলায় বঙ্গবন্ধুর ভাষণে মুক্তিযুদ্ধের প্রেরণা
 একুশ মানে গিনেজ ওয়ার্ল্ড এ রেকর্ডকৃত সংলাপ
 একুশ মানে মাতৃভাষার সয়লাব।
 একুশ মানে বাংলা সাহিত্যিকদের সাহিত্য সমাহার
 একুশ মানে মাতৃভাষায় কথা বলার অধিকার।

