বাঁশখালী টাইমস: বাঁশখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের মূল ফটকে দৃষ্টিনন্দন তোরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত ৩০ আগস্ট এই তোরণ উদ্বোধন করেন পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন ও নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাহবার আলম আনওয়ার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
এ্যাডভোকেট রুহুল আমিন, ও চাঁদপুর বেলগাঁও চা বাগানের ম্যানেজার আবুল বাশার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউ পি সদস্য, এমরান হোসেন২, আমজাদ হোসেন ৪, সিরাজুল হক৫, ফরিদ আহমদ৬, ফারুকুজ্জামান৭, আবু মুছা ৮, কামরুল ইসলাম৯, অভিভাবক সদস্য, আবদুস শুক্কুর,জমির উদ্দিন, মোঃ আবুল কালাম, মোহাম্মদ এয়াকুব, মহিলা মেম্বার, শাহেদা বেগম, ইয়াছমিন আক্তার, জাহানারা বেগম প্রমুখ।
এ প্রসঙ্গে ও নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাহবার আলম আনওয়ার বাঁশখালী টাইমসকে বলেন- ‘বিদ্যালয়ের তোরণ শৌর্যবীর্যের প্রতীক; দীর্ঘ ৬০ বছর পর এ স্কুলে গেইট নির্মিত হলো। এর মাধ্যমে আমরা বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং এলাকাবাসীর মনে বিদ্যালয় নিয়ে অহংকার করার মত অনুভূতির সঞ্চার সেই সাথে শিক্ষার আলো ছড়িয়ে দিতে অনুপ্রাণিত করছি। দীর্ঘদিন পর হলেও বড় বাজেটের দৃষ্টিনন্দন এই তোরণ সারা দেশের ১০ টি শৈল্পিক-সুদর্শন তোরণের মধ্যে একটি হবে বলে আমাদের ধারণা।’
তোরণের অর্থায়নে এগিয়ে আসায় তিনি বর্তমান ইউপি চেয়ারম্যান মো. আসহাব উদ্দিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

