স্বাধীনতা
 নূর মোহাম্মদ
মানুষের উন্মুক্ত চিত্তে বলা স্বাধীনতা
 এসেছিল ভাসমান শোনিত ধারায়
 লক্ষ লোকের অাত্ম বিলিয়ে
 লোহিত স্নান ভেসে ছিল বারেবারে
 শোষনের কালো হাত ভেঙ্গে
 মাতৃ ভাষার স্তন্য পানে
 তুমি এসেছিলে হে স্বাধীনতা !
 পূব গগনে যবে ডাকিল স্বাধীনতা পাখি
 ঘুচায়ে এসেছিল মানবের অশ্রুপাত
 ভাঙ্গিয়ে পশ্চিমা শিকারীর বিষক্ত দাঁত ,
 কিন্তু ফুরায়নি গোলা বারুদের গন্ধ অাজ ও
 অতীতের মত রাজপথে ঝরা লাশ
 নিঃশেষ হয়নি মাতা পিতার অার্তনাদ
 মুছে যায়নি ভাই বোনের অাহাজারি ,
 অাসল স্বাধীনতার অার কত দিন বাকি
 বল হে স্বাধীনতা পাখি !
 অশ্বের উপর উড়ায়ে মরুর বায়ু
 উর্জস্বী বীর্যবানের খুনে উড়ায়ে কন্দুলী,
 ছড়িয়ে শত অহমিকা পরিহাস
 স্বাধীনতায় বয়ে অানবে অারেক নব ইতিহাস
 ব্যতিত চিত্তে অশ্রু মুছে ডাকি
 হে কাঙ্খিত স্বাধীনতা পাখি !

