পটিয়া মাদরাসার ৮০তম আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন কাল শুরু

শোয়াইব জিয়া, পটিয়া থেকে: দক্ষিণ-এশিয়ার অন্যতম ধর্মিয় বিশ্ববিদ্যালয় আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার ৮০তম আন্তর্জাতিক ইসলামি মহা সম্মেলন আগামী ৮-৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এতে তাশরীফ আনছেন…

আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী দাঃবাঃ
মুহতামিম, দারুল উলুম দেওবন্দ ভারত।

আল্লামা ত্বালহা কাসেমী দাঃবাঃ (ভারত)

আল্লামা মুফতি শোয়াইব উল্লাহ খাঁ দাঃবাঃ
মুহতামিম, জামিয়া মসিহুল উলুম ব্যাংলোর, ভারত।

হযরত মাওলানা খোরশেদ আলম কাসেমী দাঃবাঃ (ঢাকা)

হযরত মাওলানা আবাদুল বাসেত খাঁ (সিরাজগঞ্জ)

ড. আফম খালীদ হুসাইন (চট্টগ্রাম)

হযরত মাওলানা হাফিজুর রহমান (কুয়াকাটা)

আরো দেশবরণ্যে বহু উলামায়ে কেরাম উপস্থিত থাকিবেন।

আপনিও অমন্ত্রিত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *