ভাবনাটা কী
পথিক মুহাম্মদ ইদ্রিস
এদিক এবার দাওনা দেখি
 দিষ্টিকুটুম
 শীত বিষয়ে লিখতে বলেন
 ইষ্টিকুটুম।
ভোরের কাগজ যাক’না ভরে
 শীতের ছড়ায়,
 পাঠক যেন সুর দিয়ে যায়
 গীতের ছড়ায়।
লিখতে পারো শীতে তোমার
 ভাবনাটা কী,
 ভ্রমণ তোমার ঢাকা সিলেট
 পাবনাটা কী।
কোন জামাটা পরছে এবার
 কোন সে খোকাই,
 লিখতে পারো কাঁপছে শীতে
 কোন সে টোকাই।

