পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান হলেন বাঁশখালীর দীপক চক্রবর্তী

বাঁশখালী টাইমস: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) দীপক চক্রবর্তী। তিনি বাঁশখালীর কৃতি সন্তান।

ইতিপূর্বে স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগীয়
পরিচালক, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন’র
সচিব, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা-সহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ন পদে
নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, কর্মজীবনের শুরুতেই তিনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগদান করে
কিছুদিন কর্মরত ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ
সিভিল সার্ভিসে ৮ম ব্যাচের কর্মকর্তা হিসেবে
১৯৮৯ সালে যোগদান করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে
প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে তিনি
বি.এসসি (অনার্স) এম.এস.সি ডিগ্রী এবং ১৯৮৭
সালে চ্যান্সেলর পদক লাভ করেন। পরবর্তীতে
এল.এল.বি ডিগ্রী অর্জন করেন।

জলদী গ্রামের স্থায়ী বাসিন্দা হলেও চৌকস
এ কর্মকর্তার শৈশব কেটেছে মামার বাড়ী বাণীগ্রামে
এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন
বাণীগ্রাম স. প্রা. বিদ্যালয় ও বাণীগ্রাম-সাধনপুর
উচ্চ বিদ্যালয়ে।

ব্যক্তিজীবনে এক কন্যা সন্তানের জনক।
স্ত্রী এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)। বর্তমানে
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কর্মরত।

blank

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *