পুইছড়িতে সেতুর অভাবে পানিতে হেঁটে লাশ পারাপার!

blank

বাঁশখালী টাইমস: পুইছড়িতে সেতুর অভাবে ছড়াতে নেমে পানিতে হেঁটে লাশ পারাপারের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

উক্ত এলাকার বাসিন্দা শহীদুল আলম তার ফেসবুকে লিখেন- মাননীয় সংসদ সদস্য, চেয়ারম্যান ও মেম্বার সকলের দৃষ্টি আকর্ষণ করছি, পূর্ব পুইছড়ি, বাঁশখালী, চট্টগ্রাম, ০৪ নং ওয়ার্ড এর সাধারণ মানুষের কবরস্থান এ যাওয়ার একমাত্র রাস্তার কি বেহাল দশা।
আমাদের পুইছড়ি ইউনিয়নের নিত্যদিনের ঘটনা। ৩য় বারের মতো লাশ পারাপার। কোন ব্রীজ নেই, রাস্তা ঘাট নেই, যোগাযোগ নেই, এ কেমন নিয়তি? পূর্ব পুইছড়ি মানুষের বড় কবরস্থান। (ঘুইচ্ছান্না মোরা-হাজী নজির আহমদের বাড়ী সংলগ্ন)

পুইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের নিকট সদয় দৃষ্টি আকর্ষণ করছি, আমরা অবহেলিত পুইছড়ি দেখতে চাইনা। সারা বাংলাদেশে উন্নয়ন হচ্ছে। আমরা পিছিয়ে থাকবো কেনো??

এলাকার মানুষের দুঃখ লাঘবে একটু দয়াপরবশ হয়ে কাজ করে জনসাধারণের জন্য কিছু করে যান, কৃতজ্ঞ থাকবো।’

এ ঘটনায় এলাকাবাসীর মনে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ঘুইচ্ছান্না মুড়া সংলগ্ন ছড়ার উপর সেতু ও রাস্তা অনতিবিলম্বে নির্মাণ করা হোক।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *