বাণীগ্রাম প্রতিনিধি: পূর্ব বাণীগ্রাম নতুন পাড়ায় (কচুর ঝুম নামে পরিচিত) খাম্বা আছে, বিদ্যুৎ নেই! সারিবদ্ধ খাম্বা লেগে গেলেও বিদ্যুৎসংযোগ পায়নি এখনও।
বাঁশখালীর এই গ্রামের বাসিন্দারা বাঁশখালীর বিভিন্ন গ্রাম থেকে এসে দুই যুগের অধিক সময় ধরে বসবাস করছেন । বর্তমানে এতে রয়েছে ১২০ টিরও অধিক পরিবার ।
এই গ্রামের পরিবারগুলোর অধিকাংশের আয়ের উৎস দিনমজুরি ও কৃষি। এতে রয়েছে একটি মসজিদ ও নূরানী মাদ্রাসা এবং রয়েছে পিচ ঢালা রাস্তা। কিন্তু দুঃখের বিষয় হলো, তারসহ বিদ্যুৎ এর খাম্বা থাকলেও দেওয়া হয়নি বিদ্যুৎসংযোগ!
অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তি বিদ্যুৎসংযোগ দেবার নাম করে গ্রামের অনেক পরিবারের কাছ থেকে প্রায় ৫,৫০০ টাকা করে নিয়েও কোনো বিদ্যুৎসংযোগ দেয়নি।
ভুক্তভোগি মোহাম্মদ তৈয়ব জানান, “দুই বছর ধরে বলে আসছে আগামী মাসে বিদ্যুৎ এর মিটার দিবে, কিন্তু তাদের আগামী মাসটা দুই বছরেও শেষ হচ্ছে না”।
তিনি আশা প্রকাশ করে বলেন, মাননীয় এম পি মহোদয় বাঁশখালীর বিভিন্ন জায়গায় নতুন বিদ্যুৎসংযোগ উদ্বোধন করছেন, তেমনি পূর্ব বাণীগ্রামেও যেন দ্রুত সংযোগ দিয়ে এলাকাবাসীর কষ্ট লাঘব করেন।
এছাড়াও এলাকাবাসী ২নং সাধনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মহিউদ্দিন খোকার হস্তক্ষেপ কামনা করছেন।