প্রাণ মি.ম্যাঙ্গো’র ফেসবুক পেজে ‘বাঁশখালী’! ( Banshkhali )

প্রাণের ফেসবুক পেজে বাঁশখালীর ( Banshkhali ) পর্যটন নিয়ে করা পোস্টে ব্যাপক সাড়া

পর্যটন ডেস্কঃ  প্রাণ মিস্টার ম্যাঙ্গো’র পেজে এবার তুলে ধরা হলো বাঁশখালীর ( Banshkhali ) পর্যটন স্পটসমূহকে।  এটা বাঁশখালীর জন্য গৌরবের বিষয়। তারা লিখেছে- চট্টগ্রাম শহর থেকে পূর্ব-দক্ষিণে ৪৪ কি. মি. দূরে অবস্থিত। এ উপজেলার উত্তরে সাঙ্গু নদী, পূর্বে পাহাড় শ্রেণী ও পশ্চিমে বঙ্গোপসাগর। ঘুরে দেখার মত আছে অনেক দর্শনীয় স্থান বাঁশখালী ( Banshkhali ) ইকোপার্ক, চাঁদপুর-বেলগাঁও চা বাগান, খানখানাবাদ ( Khankhanabad ) সমুদ্র সৈকত, জলদী সংরক্ষিত বনাঞ্চল। এই জায়গাটি এখনও অনেকের অজানা তাই দেরি না করে ঘুরে আসো। কবে যাচ্ছো সেখানে? #MrMango # (হুবহু তুলে ধরা হলো)

লিঙ্কঃ https://www.facebook.com/PranMrMango/photos/a.336636559680798.90195.298396666838121/1350887204922390/?type=3&theater

 

আজ (২৯ অক্টোবর ২০১৬) পর্যন্ত তাতে লাইক পড়েছে ১৬০০০+, ২৮৮ কমেন্ট, শেয়ার হয়েছে ২৬। তাতে কমেন্টকারীরা বাঁশখালীর এই পর্যটনস্পটগুলোর ব্যাপারে জেনে খুশি হয়েছে এবং ঘুরে আসার ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখিয়েছে।

বাঁশখালী টাইমস্‌ পরিবারের পক্ষ থেকে তাঁদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *