বন্যহাতির আক্রমনে পূর্ব বৈলগাঁওয়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর
পূর্ব বৈলগাঁওয়ে হাতির আক্রমনে ঘর-বাড়ি ও ধানের গোলা লন্ডভন্ড হয়ে গেছে। উপজেলার পূর্ব বৈলগাঁও ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড ফুল পাড়া ও গেয়াজর পাড়ায় মঙ্গলবার (১৭ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্যহাতির আক্রমনে হেলালের বাড়ি, জিনুয়ার বাড়ি, আমিনের বাড়ি, আনোয়ারুল ইসলামের বাড়ি কামরুন নাহার এর বাড়ি, জাগের হোসেনের বাড়ি, শফিয়া খাতুনের বাড়ি, নাগু মিয়ার বাড়িসহ গভীর রাত আনুমানিক ২ টার দিকে হঠাৎ করে দুইটি বন্য হাতি হানা দেয়। হাতি দুইটি লোকালয়ে এসে ঘর-বাড়ি, ঘরের আসবাবপত্র ও ধানের গোলা ভেঙ্গে ক্ষয়ক্ষতি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিনিয়ত হাতির আক্রমণে কষ্টের মাধ্যমে পাওয়া ধানগুলো আমরা ভোগ করতে পারছি না এবং আমাদের জীবনের কোন নিরাপত্তা নেই।
এলাকার ইউপি সদস্য এম ফেরদৌসুল হ জানান, প্রতিনিয়ত বন্যহাতির আক্রমনে জনদূর্ভোগ সৃষ্টি হচ্ছে। আমি সরকারের নিকট আকুল আবেদন করছি অত্র এলাকার ক্ষতিগ্রস্থ মানুষগুলোর সাহায্যার্থে যেন সরকার এগিয়ে আসে। সরেজমিনে দেখা যায়, হাতির ভয়ে ঠিক মতো মানুষ চলাচলও করতে পারছে না। ঘরের মধ্যে থাকা মহিলা ও শিশুরা আতংকে দিন কাটাচ্ছে। সকলের একটাই দাবি, তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ।