বাঁশখালীতে এসএসসি পরীক্ষার্থীদের থেকে বাড়তি ফি আদায়ের অভিযোগ

তাফহীমুল ইসলাম (বাঁশখালী টাইমস): ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণে বাড়তি ফিঃ আদায়ের অভিযোগ উঠেছে বাঁশখালীর বিভিন্ন বিদ্যালয়ের বিরুদ্ধে। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নোটিশে বলা হয়েছে ফরম পূরণ ফিঃ যথাক্রমে মানবিক-১৪৪৫, ব্যবসায় শিক্ষা-১৪৪৫, বিজ্ঞান-১৫৬৫ টাকা।

এছাড়াও গত ৩০শে অক্টোবর চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বাড়তি ফিঃ না নেয়ার নির্দেশ দিয়ে একটি নোটিশ প্রকাশ করেছেন। কিন্তু এসব কিছুর তোয়াক্কা না করেই কোচিং ফিঃ, ভবন নির্মাণের নামে বাঁশখালীর অধিকাংশ বিদ্যালয়ে আদায় করা হয়েছে বাড়তি ফিঃ।

খোঁজ নিয়ে জানা গেছে, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে কোচিং ফিঃ এর নামে জনপ্রতি আদায় করা হয়েছে বাড়তি এক হাজার টাকা করে। এরই প্রেক্ষিতে বিদ্যালয়ের একজন শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ করলে তিনি ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন। এভাবে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়, বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের গুনতে হচ্ছে বাড়তি ফিঃ। এমতাবস্থায় শিক্ষার্থীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *