বাঁশখালীতে ( Banshkhali )পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। বাঁশখালী ( Banshkhali )উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধনে উপস্থিত ছিলেন বাঁশখালী ( Banshkhali )উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল তস্তরী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বেগম শাকেরা শরীফ,আনসার ভিডিপি কর্মকর্তা ধনচরণ নাথ,খানখানাবাদ ( Khankhanabad )ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক আবু,ওয়েসিস নির্বাহী পরিচালক আছমা আক্তার মুন্নীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র–ছাত্রীবৃন্দ।