বাঁশখালীতে মোমবাতি প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৩ চট্টগ্রাম-১৬ সংসদীয় বাঁশখালী আসন থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক সৈয়দ মনিরুল ইসলাম আশরাফী (মোমবাতি) পদপ্রার্থী মার্কার সাথে বাঁশখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুর রহিম সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

blank

এতে উপস্থিত ছিলেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসরামী ফ্রন্ট বাঁশখালী উপজেলার সাধারন সম্পাদক মাওলানা মামুনুর রশিদ মামুন,নেছার উদ্দীন মুনিরী,এহসানুল হক,উপজেলা যুবসেনা সভাপতি শাহাব উদ্দীন,সাধারন সম্পাদক হুমায়ুন কবির জাহেদ,সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, এড.মহিউদ্দীন চৌধুরী,ছাত্রসেনা উপজেলা সভাপতি ইন্জিনিয়ার মিজানুর রহমান,ডাঃ জমির উদ্দীন প্রমূখ।

মতবিনিময় সভায় ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক সৈয়দ মনিরুল ইসলাম আশরাফী বলেন, আমরা ভোট কে উৎসবে পরিণত করতে চাই,এই জন্য সুফিবাদী আদর্শকে সামনে নিয়ে শান্তি প্রিয় জনতার পক্ষ হয়ে নির্বাচনে অংশগ্রহন করেছি। এ ছাড়া এ আসনটিতে ইসলামী ফ্রন্টের বিশাল একটা ভোট ব্যাংক রয়েছে। এ ভোট ব্যাংক কাজে লাগাতে আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছি।

এই আসনে আমাদের সাংগঠনিক অবস্থা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো। পীর-মাশায়েখ, সুফি-সাধক, দরবার ও মাজারপন্থি সারাদেশের মানুষ আমাদের দলের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। এ ছাড়া দলের অঙ্গসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, যুবসেনা, মহিলা ফ্রন্ট, শ্রমিক ফ্রন্ট ও ছাত্রী কাফেলা মাঠে কাজ করে চলেছে। অরাজনৈতিক সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের সঙ্গে কাজ করছে।

এ জন্য একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সর্বস্তরের জনগণকে মোমবাতি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
০১৮২৪-৯৬৪২৬৭/০১৭৩৪-৯৭২৪৪৭
তাং ১৩.১২.২০১৮

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *