মুহাম্মদ মিজান বিন তাহের: ‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’– এই স্লোগান নিয়ে সারা দেশের মত বাঁশখালী উপজেলায় ১১ থেকে ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে উন্নয়ন মেলা।
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয় এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উন্নীতের লক্ষ্যে সরকারের বহুমুখী উন্নয়ন তৎপরতা ও সাফল্য জনগণের কাছে তুলে ধরতে তিন দিনব্যাপী এই উন্নয়ন মেলা আয়োজন করেছে বাঁশখালী উপজেলা পরিষদ।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১১ জানুয়ারি সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে দেশব্যাপী ‘উন্নয়ন মেলা-২০১৮’ উদ্বোধন করেছেন।তারই ধারাবাহিকতায় ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার র্যালী সকাল ১১ টায় উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলার শুভ উদ্ভোধন করেন বাঁশখালী থেকে নির্বাচিত সাংসদ অর্থ ও পানি সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
পরে উপজেলা প্রসাশনের উদ্যোগে এক আলোচনা সভা উপজেলা কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, বর্তমান সরকার উন্নয়নের গতি নিয়ে কাজ করে যাচ্ছে, যার সুফল পাচ্ছে জনগণ।
২০২১ সালে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হবে। এটি যেন অব্যাহত থাকে সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ড যেন সঠিকভাবে পরিচালনা করা হয় সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ‘বাংলাদেশের প্রতিটি মানুষ ঘর, চিকিৎসাসেবা, প্রতিটি মানুষ আলোকিত হবে। এগুলোই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর কিভাবে দেশের মানুষের উন্নতি করা যায় সেই ভাবনা ছিল বর্তমান সরকারের। সরকার সেই লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বিনামূল্যে বই দিচ্ছে, বৃত্তি প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত বই দেওয়ার উদ্যোগ নিয়েছে। শিক্ষার মানোন্নয়নে উপজেলা পর্যন্ত প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এসব বর্তমান সরকারের অবদান।
এতে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা, দপ্তর সম্পাদক বাবু শ্যামল কান্তি দাশ, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউপি চেয়ারম্যান এড. শাহাদত আলম, বাহারছড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইমতিয়াজুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ছৈয়দ ওয়ারেস কামাল, মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ, বাঁশখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও বেসরকারী কারা পরিদর্শক রেহেনা আক্তার কাজেমীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।