বাঁশখালী টাইমস: পবিত্র ঈদুল ফিতরে বাঁশখালীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- ‘ভৌগলিকভাবে বাঁশখালী একটি সমৃদ্ধ উপজেলা। পাহাড়-সাগর ও সমতল এই তিনের মিতালিসমেত জনপদ বাংলাদেশে অদ্বিতীয়। কেবল সদিচ্ছা ও দক্ষ নেতৃত্বের অভাবে এ উপজেলা কাঙ্ক্ষিত উন্নয়ন হতে অনেক পিছিয়ে।’
তিনি আরও বলেন- ‘সকল গ্লানি দূর হয়ে অনাবিল আনন্দে ভরে উঠুক মন, সব ব্যবধান মিশে যাক এক সরলরেখায়। নির্মল ভালোবাসা ছুঁয়ে যাক সবার হৃদয়।’
মুজিবুর রহমান সিআইপি
বাঁশখালী, চট্টগ্রাম