বাঁশখালীর কৃতিসন্তান ডা. বিজয় দত্তের স্ত্রী ডা. সংযুক্তা চৌধুরীর এফসিপিএস ডিগ্রি লাভ

blank

আবু ওবাইদা আরাফাত, বাঁশখালী টাইমস : চিকিৎসা বিজ্ঞানের বিশেষায়িত ডিগ্রি এফসিপিএস সাবস্পেশালিটি (ফিটো-মেটারনাল মেডিসিন) লাভ করেছেন বাঁশখালীর পুত্রবধু ডা. সংযুক্তা চৌধুরী। এটি তাঁর দ্বিতীয় এফসিপিএস ডিগ্রি। ২০১৫ সালে তিনি গাইনী & অবস বিষয়ে প্রথমবারের মতো এফসিপিএস ডিগ্রি লাভ করেন।

স্ত্রীরোগ ও গর্ভধারণ বিষয়ের নির্ভরযোগ্য চিকিৎসক হিসেবে তিনি সুনাম অর্জন করেছেন।
ডা. সংযুক্তা চৌধুরী ১৯৯৮ সালে ডাঃ খাস্তগীর সরকারী বালিকা বিদ্যালয় থেকে থেকে এসএসসিতে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় এবং ২০০০ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসিতে দ্বাদশ স্থান অধিকারীর গৌরব অর্জন করেন।
তিনি ভর্তি পরীক্ষায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা মেডিকেল কলেজ দুটোতেই ভর্তির সুযোগ পেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসা পেশাকে বেছে নেন।

blank
ডা. বিজয় দত্ত ও ডা. সংযুক্তা চৌধুরী

তিনি ঢাকাস্থ এনআইসিভিডির সহকারী অধ্যাপক ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী বাঁশখালীর কৃতিসন্তান ডা. বিজয় দত্তের জীবনসঙ্গী। তাঁর পিতা জাতীয় ম্যারাথনার নৃপেন চৌধুরী।।

উল্লেখ্য, বাংলাদেশে মাত্র গুটিকয়েক এফসিপিএস (ফিটো-মেটারনাল মেডিসিন) আছেন যারা উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়েদের নিয়ে কাজ করে থাকেন।
তিনি বর্তমানে ঢাকা মোহাম্মদপুর সিটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *