বাঁশখালীর মেয়ে এডভোকেট ওয়াহিদা আফরোজ চৌধুরী মহিলা সহ-সম্পাদক নির্বাচিত

ঢাকাস্থ “বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতি”র নির্বাচনে বাঁশখালীর মেয়ে এডভোকেট ওয়াহিদা আফরোজ চৌধুরী মহিলা সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন।

২৪ জানুয়ারি ২০২২, সোমবার বৃহত্তর চট্টগ্রাম ( চট্টগ্রাম, কক্সবাজার, ৩ পার্বত্যজেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান) নিয়ে গঠিত বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী কল্যাণ সমিতি-ঢাকা কার্যকরী কমিটি ২০২২-২৩ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

২৪ জানুয়ারি বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের কনফারেন্স রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এডভোকেট ওয়াহিদা আফরোজ চৌধুরী বাঁশখালীর কৃতি সন্তান, খান বাহাদুর বদি আহমদ চৌধুরীর মেঝ পুত্র বিশিষ্ট রাজনীতিবিদ রিপাবলিকান পার্টি প্রধান ওয়ালিউল ইসলাম চৌধুরী (সুক্কু মিঞা)র কনিষ্ঠ কণ‍্যা এবং চট্টগ্রামের সাবেক প্রথম মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর ভাতিজি।

তার স্বামী এডভোকেট আবদুল্লাহ আল বাকী বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *