বাঁশখালীর সন্তান সাংবাদিক পুলক সরকার আর নেই
বাঁশখালী টাইমস: বাঁশখালীর কৃতি সন্তান চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক পুলক সরকার আর নেই।
হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আজ বিকাল ৪ টায় তিনি মারা যান।
তিনি গত ২০ বছর ধরে সাংবাদিকতায় নিয়োজিত ছিলেন। তিনি সর্বশেষ দৈনিক নয়াবাংলা, আজকের সংবাদের সহ-সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
সাংবাদিক পুলক সরকার চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সদস্য ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০। তিনি স্ত্রী ১ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম ও বাঁশখালীতে কর্মরত সাংবাদিকবৃন্দ গভীর শোক ও আত্মার শান্তি কামনা করেছেন।
আরও পড়ুন :