বাঁশখালী আসনে আরও ৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বাঁশখালী টাইমস: বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার পর দ্বিতীয় দিনের মত মনোনয়ন পত্র সংগ্রহ-বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এতে চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে দ্বিতীয় দিনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আরও ৪ প্রার্থী। তাঁরা হলেন বাঁশখালী আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, দক্ষিণজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ রবি, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সাবেক সংসদ সদস্য সুলতানুল কবির চৌধুরীর ছেলে, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব।

এ প্রসঙ্গে জানতে চাইলে দক্ষিণজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাচনা পরিচালনা উপকমিটির সদস্য সালাউদ্দিন সাকিব বাঁশখালী টাইমসকে বলেন- ‘দ্বিতীয় দিনেও উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে বাঁশখালী আসনে ৪ জন। আগামী রোববার মনোনয়নপত্র বিতরণ শেষ হবে। দলের হয়ে যে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন। শেষ পর্যন্ত নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে মেনে নিয়ে সবাইকে দলের পক্ষ হয়ে কাজ করতে হবে।’

উল্লেখ্য, প্রথম দিন ৫ জনের পর দ্বিতীয় দিনে ৪ জন সহ মোট ৯ জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেন।
আজ বাঁশখালী ও কোতোয়ালী ২ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করবেন বলে বাঁশখালী টাইমসকে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক, বাঁশখালী উপজেলা আওয়ালীমীগের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট আবদুস সবুরের সন্তান এডভোকেট এএইচএম জিয়া উদ্দিন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *