বাঁশখালী কলেজসমূহের গড় পাশের হার ৬৪.৮০%, জিপিএ ফাইভ ৪ জন
আরকানুল ইসলাম: বাঁশখালী কলেজসমূহের এইচএসসির গড় পাশের হার ৬৪.৮০%। ফলাফলে এবারও এগিয়ে আছে সর্বদক্ষিণের মাস্টার নজির আহমদ কলেজ। কলেজটিতে পাশ করেছে ৯৪.১৭% পরীক্ষার্থী। এর মধ্যে ২ জন জিপিএ ৫ পেয়েছে। কলেজটি গতবারের চেয়ে ভালো রেজাল্ট করেছে।
এরপরেই পাশের দিক থেকে এগিয়ে আছে আলাওল ডিগ্রী কলেজ। তাদের পাশের হার ৬৭.০৬%। তারাও গতবারের চেয়ে ভালো রেজাল্ট করেছে। এই কলেজ থেকে ১ জন জিপিএ ফাইভ পেয়েছে।
বাঁশখালী গার্লস কলেজের পাশের হার ৫৭.৪৯%। নতুন কলেজ হিসেবে তারাও আগের বছরের তুলনায় ভালো করেছে।
বাঁশখালী ডিগ্রি কলেজের পাশের হার ৫৩.২৬%। গতবারে বাঁশখালীতে ৩৫% পাশ করে এই কলেজটি সমালোচনার মুখে পড়েছিল। এবার তারা আগের চেয়ে ভালো করেছে। এই কলেজ থেকে ১ জন জিপিএ ৫ অর্জন করেছে।
এবারের সবচেয়ে কম ভালো রেজাল্ট করা কলেজটি উপকূলীয় ডিগ্রি কলেজ। তাদের পাশের হার ৫২.০৩%।
এক নজরে কলেজগুলোর পাশের হার:
মাস্টার নজির আহমদ কলেজ-94.17%
২. আলাওল ডিগ্রী কলেজ-67.06%
৩. বাঁশখালী গার্লস কলেজ-57.49%
৪. বাঁশখালী ডিগ্রী কলেজ-53.26%
৫. উপকূলীয় কলেজ-52.03%।
এবার জিপিএ-৫ (এ+) পেয়েছে ৪ জন।
১.মাস্টার নজির আহমদ কলেজ-২জন
২.আলাওল ডিগ্রী কলেজ-১জন
৩.বাঁশখালী মহিলা কলেজ-১জন।