বাঁশখালী টাইমসের Zoom ওয়েবিনার ১৬ মে

blank
ওয়েবিনারে আমন্ত্রিত বক্তা

বাঁশখালীভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল বাঁশখালী টাইমস ডট কমের উদ্যোগে ‘সমৃদ্ধ বাঁশখালী বিনির্মাণে আমাদের ভূমিকা’ শীর্ষক’ Zoom ওয়েবিনার আগামী ১৬ মে শনিবার বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে।

এই সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে কথা বলবেন- বাঁশখালীর কৃতি সন্তান, সুপ্রিম কোর্টের এডভোকেট ব্যারিস্টার হাসান এম. এস. আজীম, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্র‍্যান্ড মার্কেটিং এণ্ড কমিউনিকেশন্স হেড মো. তারেক উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আদনান মান্নান, বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন মুহাম্মদ আইয়ুব ও বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন, করোনা ফোকাল পারসন ডাঃ সওগাত উল ফেরদাউস। হোস্ট হিসেবে থাকবেন এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের সফট স্কিলস ট্রেইনার ইনতিজামুল ইসলাম।

‘সমৃদ্ধ বাঁশখালী বিনির্মাণে আমাদের ভূমিকা’ শীর্ষক এই অনলাইন সেমিনারে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী, সুশীল সমাজ, শিক্ষাবিদ, শিক্ষার্থীসহ বাঁশখালীর বিশিষ্টজনরা নিজস্ব ভাবনা বিনিময় করতে পারবেন। অংশগ্রহণে আগ্রহীদের ঠিকানায় একদিন আগে সেমিনারের লিংক পাঠিয়ে দেয়া হবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ ০১৮১৪ ৮৯ ৬৭ ৩৮

এ প্রসঙ্গে ওয়েবিনার আহবায়ক ও বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত বলেন- ‘লডডাউনের অবসরে বাঁশখালী নিয়ে বাঁশখালীর বিশিষ্ট ব্যক্তিবর্গের ‘ভাবনা’ জানাটাই আমাদের এই উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য। নির্দিষ্ট অতিথি ছাড়াও বাঁশখালীর সুশীল সমাজ ও পেশাজীবীরা এতে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত বিনিময়ের সুযোগ পাবেন। আশাকরি এই আয়োজন ইতিবাচক বাঁশখালী বিনির্মাণের রূপরেখা নির্ণয়ে মাইলফলক হয়ে থাকবে।’

প্রেস বিজ্ঞপ্তি

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *