বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতালে অগ্নিনির্বাপণ মহড়া

বাঁশখালী টাইমস: রামদাশহাটস্থ বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতালে আজ ২৬ নভেম্বর ১২ টায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অগ্নিনির্বাপণের যাবতীয় কলা-কৌশলের ব্যবহারিক জ্ঞান ও ফায়ার এক্সটিংগুসার সিলিন্ডার ব্যবহারবিধি নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রক কক্ষের অপারেটর মোঃ জিল্লুর রহমান।

এতে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ নাছের, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুচ, এডমিন অফিসার মোহাম্মদ সেলিম, নির্বাহী ডাইরেক্টর শফিক আহমদ, নুরুল আমান, ডাইরেক্টর নুরুল মোস্তফা, ম্যানেজার মার্কেটিং আনোয়ারুল আজীম (আজম) প্রমুখ।

এতে প্রায় ৩০ জন কর্মকর্তা-কর্মচারীকে অগ্নিনির্বাপণের উপর প্রশিক্ষণ দেয়া হয়।

এ প্রসঙ্গে হাসপাতালের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ নাছের বাঁশখালী টাইমসকে বলেন- “আমরা হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকেই সেবা ও নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে আসছি। আমরা গ্রামের জনসাধারণদের কম খরচে শহরের আধুনিক হাসপাতালের সমান সুযোগ-সুবিধা দেয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি”।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *