মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী সড়কে যেন থামছেইনা মৃত্যুর মিছিল। আজও বাণীগ্রামে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো দুইজন।
প্রায় প্রতি সপ্তাহেই কোন না কোন এলাকায় সড়ক দূর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ।
প্রসঙ্গত, সাধনপুর বানীগ্রাম বাজারে উত্তর পার্শ্বে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহমদ হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (২৮ জানুয়ারি) বাঁশখালী টইটং থেকে চট্টগ্রাম শহরের উদ্দ্যেশে স্পেশাল গাড়ি (চট্টগ্রাম -জ ০৫-০০৩৮) রওয়ানা হয়ে সকাল ১০.৪০ মিনিটের সময় সাধনপুর বানীগ্রাম বাজার পার হয়ে ট্যাকের মধ্যখানে পৌছলে পুকুরিয়া এক্কাইতা পুকুর পাড় থেকে প্রেমাশিয়া বাজারগামী সিএনজি অটোরিকশা (চট্টমেট্রো থ-১৩) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থল এক বৃদ্ধার মৃত্য হয়।অপর দিকে গুরুত্বর আহত আনোয়ারা মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত হয়।
গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী আছিয়া খাতুন (৫০)। তাকে বর্তমানে বাঁশখালী গুনাগরি আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
নিহতের বাড়ি ৩ নং খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া এলাকার ৭ নং ওয়ার্ডে। বর্তমানে তারা সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামের বাইন্না দিঘিরপাড় এলাকায় বসবাস করেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দীন হিরা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বাণীগ্রামের বাইন্নাপাড়া এলাকায় পুকুরিয়া থেকে আসা প্রেমাশিয়া গামী সিএনজি ও টইটং থেকে শহরমুখী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক বৃদ্ধ মারা গেছেন। অপরদিকে
গুরুতর আহতাবস্থায় আরেকজনকে আনোয়ারা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত হয়েছে বলে জানা যায়।