বেসরকারি ফলাফলে বিজয়ী মোস্তাফিজুর রহমান চৌধুরী

blank

মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৩ চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে জয়ী হয়েছেন মহাজোট তথা আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।
এ আসনের ১১০ টি কেন্দ্রের ৩ লাখ ০৩ হাজার ৮৬ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৩৪১ ভোট পেয়ে বিজয়ী হন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী জাফরুল ইসলাম চৌধুরী পেয়েছেন ২৬ হাজার ৩৭০ ভোট, লাঙ্গল প্রতীক পেয়েছেন ১৮ হাজার ৬২৯ ভোট, আপেল প্রতীক পেয়েছেন ১৭ হাজার ১৭০ ভোট, হাতপাখা ১৫১৩ ভোট, মোমবাতি ১০৫৩ ভোট, চেয়ার ৪৯৫ ভোট, কুঁড়েঘর ২৬২, বেঞ্চ ৫৬ ভোট পেয়েছেন।
এতে সর্বমোট বেসরকারী ফলাফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মহাজোট প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।

বাঁশখালী উপজেলার ১১০ টি কেন্দ্র হতে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী ১৪৮,৯৭১ ভোটের ব্যবধানে বিজয়ী করায় বাঁশখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মোস্তাফিজুর রহমান চৌধুরী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *