খন্দকার তাফহীম: বৈলছড়ী ছাত্রলীগের উদ্যোগে জেলহত্যা দিবসের আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বৈলছড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দীন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনজুরুল আলম, প্রচার সম্পাদক এনামুল হক, দক্ষিন জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক নঈম উদ্দীন মাহফুজ, ইউনিয়ন যুবলীগের (একাংশের) সভাপতি মুফিজুর রহমান, ছাত্রলীগ নেতা রিদোয়ান,
ছাত্রলীগ নেতা- নুরুল আলম, ফেরদৌস, ইমনসহ ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
আলোচনা সভা পরবর্তী বৈলছড়ী বাজার থেকে একটি মিছিল বের হয়ে চেচুরিয়া বাজর, ভোলারঘাটা প্রদক্ষিণ করে বৈলছড়ী বাজারে এসে শেষ হয়। উক্ত মিছিলে নেতৃত্ব দেন- উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনজুরুল আলম।