তাফহীমুল ইসলাম (বাঁশখালী টাইমস): বৈলছড়ী ইউনিয়ন যুবলীগের কমিটি গঠিত হয়েছে আজ ৩ নভেম্বর।
৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মকছুদ (মাসুদের) পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দুল আলম। এতে সভাপতি হিসেবে- বর্তমান সেক্রেটারী মেম্বার দিদারুল হক, সেক্রেটারি হিসেবে- মুহাম্মদ হামিদ অনুমোদিত হন।
আনন্দ মিছিল: কমিটি ঘোষনাকে কেন্দ্র করে এক আনন্দ মিছিল বের করে বৈলছড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগ। এতে নেতৃত্ব দেন- নবঘোষিত কমিটির সভাপতি মেম্বার দিদারুল হক। মিছিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দুল আলম, উপজেলা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক মঈন উদ্দীন মামুন, উপ-প্রচার সম্পাদক মহসিন সিরাজ, ছাত্রলীগ নেতা মহিউদ্দীন মাহি, তারেকুল ইসলাম, মামুনুল ইসলাম, বৈলছড়ী যুবলীগ নেতা- মামুনুর রশিদ, সাইফুল ইসলাম, মিজান, আকতার, টিংকু,হান্নানসহ ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ।
মিছিলটি চেচুরিয়া ভোলারঘাটা থেকে শুরু হয়ে হাবিবের দোকান, বৈলছড়ী বাজার, বৈলছড়ী ব্রীজ প্রদক্ষিণ করে চেচুরিয়া বাজারে এক পথসভার মাধ্যমে সমাপ্ত হয়। পথসভায় বক্তৃতাকালে মেম্বার দিদারুল হক বৈলছড়ী ইউনিয়নের যুবলীগের সকল অবৈধ কমিটিকে বিলুপ্ত ঘোষনা করেন এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মকছুদ (মাসুদের) নেতৃত্বে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।