একুশে ফেব্রুয়ারি
 মশিউর রহমান আবির
আমার ভাইয়ের রক্তে রাঙানো
 একুশে ফেব্রুয়ারি,
 শহীদমিনারে ফুল না দিয়ে
 বসে থাকব না বাড়ি।
যাদের জন্য পেয়েছি মোরা
 এই স্বাধীন দেশ,
 তাদের কথা কখনো
 হবে না যে শেষ।
তোমরা এখনো বেঁচে আছ
 এই হৃদয় মাঝে,
 তোমাদের নিয়ে সবার মনে
 কতই প্রশ্ন জাগে।
সারা বছরের মধ্যে আজ
 সুন্দর একটা দিনে,
 আমাদের সেই শহিদ ভাইদের
 পড়ে যায় মনে।
লাল সবুজের এই সুন্দর
 জাতীয় পতাকায়,
 ও শহিদরা আমরা যে
 তোমাদের দেখতে পাই।

