
মুজিব মানে বাংলাদেশ || নূর মোহাম্মদ
যে হাত ধরে উড়লো নিশান
 ফুটলো মায়ের হাসি
 পথেঘাটে বাজলো মাঠে
 রাখাল রাজার বাঁশি।
সরব কন্ঠে উঠলো বেজে
 স্বাধীনতার গান
 রক্ত দিয়ে রাখবে ধরে
 বাংলা মায়ের মান।
গানের সুরে মাতাল হয়ে
 কৃষক শ্রমিক জেলে
 আনলো স্বাধীন ভিজায় মাটি
 গায়ের রক্ত ঢেলে।
রাজার হৃদয় সিক্ত হলো
 দেখে লোকের ঢল
 পঁচাত্তরে কাড়লো জীবন
 মীরজাফরের দল।
জীবন নাশে ভাবলো ঘাতক
 তোমার সুনাম শেষ
 জানলো নাতো মুজিব মানে
 সোনার বাংলাদেশ।
১৫/০৮/২০২০ ইং
 কাথরিয়া, বাঁশখালী, চট্টগ্রাম
